একটি ছোট ছেলে
মাত্র চার কি পাঁচ বয়স। একদিন বাবা তাকে একটা কম্পাস কিনে দিলেন । তা দেখে
তো সে বিস্মিত। ঘুমানোর সময়ও এইটা নিয়ে তার কৌতূহল যায় না। বাবার কাছে
প্রশ্ন- আচ্ছা বাবা কম্পাস উত্তর-দক্ষিন মুখ করে থাকে কেন? বাবার উত্তর-
কারণ আছে। কিন্তু উত্তর তো হল না। রাতের বেলা এই বাবুটির ঘুম হয় না। মাঝ
রাতে বাবা এসে দেখে ছোট বাবু ঘুমায় নি। আর বাবাকে দেখে তার প্রশ্ন-
কম্পাসের কাঁটা কেন কেবলই এক দিকে মুখ করে থাকে? বাবা গম্ভীর গলায় বলল-
চৌম্বকত্ব , আর বললেন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ঘুমাতে ঘুমাতে ছোট
বাবুর ভাবনা-হুম!! চৌম্বকত্ব! বড় হয়ে ব্যাপারটা আরো ভালো করতে বুঝতে হবে।
বড় হয়ে ঠিকই বুঝেছিলেন সেই ছোট বাবুটি। আর তাইতো তড়িৎচুম্বকীয় মূলনীতি
সংস্কার করে প্রতিষ্ঠা করেছিলেন আপেক্ষিক তত্ত্ব, আর বিবেচিত হয়েছিলেন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে। সেই দিনের ছোট বাবুটিই ১৮৭৯ সালের
১৪ই মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী
আলবার্ট আইনস্টাইন।
Wednesday, 1 May 2013
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment